খুলনা | রবিবার | ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১

কোটা আন্দোলনকারী ছাত্রীদের পাশে পরীমণি

খবর বিনোদন |
০৩:১২ পি.এম | ১৬ জুলাই ২০২৪


কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্রছাত্রীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশের বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। এবার তালিকায় নাম উঠল কণ্ঠশিল্পী পরীমণিসহ একাধিক তারকার।

সামাজিক মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনে গিয়ে আহত এক রক্তাক্ত সাধারণ ছাত্রীর ছবি ভাইরাল হয়েছে। ছবিটি নিজের ফেসবুকে শেয়ায় করেছেন পরীমণি। সঙ্গে লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’ পরীমণির এই স্ট্যাটাসে স্পষ্ট তিনি কোটা আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের ওপর হামলার বিরুদ্ধে নিজের অবস্থা ঘোষণা করলেন।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আন্দোলনে সাধারণ ছাত্রীদের ওপর হামলার কয়েকটি স্থিরচিত্র নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেঁটে দিয়েছেন। ক্যাপশনে জুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কয়েকটি লাইন। সেখানে লেখা, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র।’

পরীমণি চমক ছাড়াও চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকে। এ তালিকায় আছেন সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন নব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে। 

্রিন্ট

আরও সংবদ