খুলনা | মঙ্গলবার | ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২

ছাত্র মিছিল হামলা ও হত্যার প্রতিবাদে

খুলনায় বাম গণতান্ত্রিক জোটের মিছিল ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৫ এ.এম | ১৭ জুলাই ২০২৪


কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা আন্দোলন দমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মিছিলে হামলা ও ছাত্র হত্যার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিকচার প্যালেস মোড়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সিপিবি জেলা সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয় ডাঃ মনোজ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাসদের জেলা সমন্বয় জনার্দন দত্ত নান্টু, নগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদাৎ, শ্রমিক নেতা মোজাম্মেল হক খান, কোহিনুর আক্তার কণা, সুতাপা বেদজ্ঞ, বাসদ নেতা ডাঃ সমরেশ রায়, আব্দুল করিম, সিপিবি নেতা কিংশুক রায়, এড. জাহাঙ্গীর সিদ্দিকী, তোফাজ্জল হোসেন, গাজী আফজাল হোসেন, পলাশ দাস, হুমায়ুন কবির, আব্দুল হালিম, বাসদ নেতা এড. সন্জিত মন্ডল, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মোফাশের আলম লেনিন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ। 
সমাবেশে বক্তরা ছাত্র হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা করে বলেন ক্ষমতাসীনদের এই হামলা ও হত্যার পরিণাম ভাল হবে না। নেতৃবৃন্দ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা ছাত্র সমাজের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহŸান জানান। 
 

্রিন্ট

আরও সংবদ