খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

কয়রায় ঘূর্ণিঝড় ‘রেমালে’ ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণে জেলা রেড ক্রিসেন্ট

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৭ এ.এম | ১৭ জুলাই ২০২৪


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার কয়রা উপজেলার উত্তর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘূর্ণিঝড় ‘রেমালে’ ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী, তারপলিন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। 
উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ। সূচনা বক্তৃতা করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোস্তাকিম বিল­াহ মুহিত। অনুষ্ঠানে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, তারপলিন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। 
খুলনা জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা ত্রাণ বিতরণকালে সহযোগিতা করেন।

্রিন্ট

আরও সংবদ