খুলনা | রবিবার | ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১

থানা আমীর ও সেক্রেটারি সম্মেলনে পরওয়ার

শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টির জন্য বর্তমান সরকারই দায়ী

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৩ এ.এম | ১৭ জুলাই ২০২৪


জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সাধারণ জনগণ আজ দিশেহারা। দীর্ঘ ১৫ বছরের অধিক গণতন্ত্রহীনতার কারণে সর্বক্ষেত্রে দুর্নীতি, নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। এহেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টির জন্য বর্তমান সরকারই দায়ী। তাই সকল সংকট, সীমাবদ্ধতা ও রক্তচক্ষু উপেক্ষা করে দেশের মানুষের কল্যাণ ও মুক্তির লক্ষ্যে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অগ্রণী ও সাহসী ভূমিকা পালন করার আহŸান জানান। 
গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে থানা আমীর/সভাপতি ও সেক্রেটারি সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সদর থানা আমীর মাওলানা আবু তারিম, সোনাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুল ইসলাম, খালিশপুর থানা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, দৌলতপুর থানা আমীর ফোরকান উদ্দিন মিঠু, আড়ংঘাটা থানা আমীর মোঃ আশরাফ হোসেন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর ও লবণচরা থানা আমীর মাস্টার হানিফ বালী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ