খুলনা | বৃহস্পতিবার | ১৯ জুন ২০২৫ | ৫ আষাঢ় ১৪৩২

ছাত্রদের উপর হামলায় নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ খুলনা বাসদের

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৩ এ.এম | ১৭ জুলাই ২০২৪


সারাদেশে আওয়ামী ছাত্র-যুবলীগ ও পুলিশের হামলায় ৬ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই ভোটারবিহীন সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বাসদ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা কমিটির আহŸায়ক জনার্দন দত্ত নান্টু এবং সদস্য সচিব কোহিনুর আক্তার কণা সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলা হয় রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ও গুলিবর্ষণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, রংপুর স্কুলের শিক্ষার্থী রীতা, চট্টগ্রামে ৩ জন এবং ঢাকা কলেজের সামনে একজনসহ মোট ছয় জনের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। এরইমধ্যে গত দুইদিনে ছাত্রলীগ-যুবলীগ এবং পুলিশের সহিংস হামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে কয়েক হাজার শিক্ষার্থী আহত হয়েছে। নেতৃবৃন্দ দেশের এই চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, সরকার রাগ ও জেদের বশবর্তি হয়ে এই পরিস্থিতি তৈরি করেছে; ফলে এর দায় এড়াতে পারে না। বরং সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেতু, স্বরাষ্ট্র, তথ্য ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা যেসকল মন্তব্য করেছেন তাতে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ছাত্রলীগ আজ নব্য এনএসএফ-এর ভ‚মিকায় অবতীর্ণ হয়ে গোটা ছাত্র সমাজের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আজকে দেশের আপামর ছাত্রসমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সবগুলো ক্যাম্পাসকে রক্তাক্ত করছে। এবং সরকারের পেটোয়া পুলিশ বাহিনী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলদাস প্রশাসন শুধু নীরব দর্শকের ভ‚মিকায়ই অবতীর্ণ হয়নি সন্ত্রাসী ছাত্রলীগকে প্রশ্রয়-পৃষ্ঠপোষকতা করছে। অনেক স্থানে পুলিশ এবং ছাত্রলীগ-যুবলীগ যৌথভাবে শিক্ষার্থীদের উপর হামলা করছে।

্রিন্ট

আরও সংবদ