খুলনা | শুক্রবার | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১

সাতক্ষীরার ডাকাত বাহিনীর প্রধান রিয়াজুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা ও তালা প্রতিনিধি |
০১:১২ এ.এম | ১৭ জুলাই ২০২৪


সাতক্ষীরায় কুখ্যাত ডাকাত ও রিয়াজুল বাহিনীর প্রধান মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা খুলনা জেলার বটিয়াঘাটা থানার সুরখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তালাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দাঙ্গা সৃষ্টি, কালোবাজারী, সরকারি কাজে বাধাদান, হামলা ও অস্ত্র মামলাসহ ৭টি মামলা রয়েছে।  
গ্রেফতার রিয়াজুল ডাকাত তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের মৃত বাছতুল­াহ মোড়লের ছেলে। ২০১১ সালে তালায় ডাকাতির ঘটনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কর্নেল ফয়সাল আহমেদ জানান, রিয়াজুল ডাকাত গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। এছাড়া সম্প্রতি জেলায় ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ার পেছনে রিয়াজুলের সক্রিয় ভূমিকা আছে বলে গোয়েন্দা সংস্থা গুলোর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, তাকে দুপুরে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম বলেন, র‌্যাব সাতক্ষীরা ক্যাম্প ডাকাত রিয়াজুল ইসলামকে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।  
 

্রিন্ট

আরও সংবদ