খুলনা | শুক্রবার | ২১ মার্চ ২০২৫ | ৭ চৈত্র ১৪৩১

যশোরে হাজারও শিক্ষার্থীর উপস্থিতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
০৪:২৩ পি.এম | ১৭ জুলাই ২০২৪


কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদসহ পুলিশ ও সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর আড়ায়টায় যশোরের চাচড়া চেকপোস্ট মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্মম হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), এমএম কলেজ, সিটি কলেজ, রাজ্জাক কলেজসহ যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারও শিক্ষার্থী। এতে সাধারণ মানুষেরও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বন্ধ ঘোষণা করেছে যবিপ্রবি। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।

্রিন্ট

আরও সংবদ