খুলনা | শুক্রবার | ২১ মার্চ ২০২৫ | ৭ চৈত্র ১৪৩১

সময়ের খবরের মণিরামপুর প্রতিনিধি সিদ্দিকের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০৫:৩৫ পি.এম | ১৭ জুলাই ২০২৪

 
দৈনিক সময়ের খবর’র মণিরামপুর প্রতিনিধি এবং মণিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিকের পিতা নওয়াব আলী সরদার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। আজ বুধবার সকাল ৯টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মণিরামপুর খানপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও দুই কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর মাদানীনগর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক করবস্থানে দাফন করা হয়।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক জানিয়েছে সময়ের খবর পরিবারের সদস্যরা। সময়ের খবরের বার্তা সম্পাদক মোঃ মাসুদুর রহমান রানা এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ, মরহুমের মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরুপভাবে শোক প্রকাশ করেছেন কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

এদিকে, সাংবাদিক এসএম সিদ্দিকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ মণিরামপুরের কর্মরত সকল সাংবাদিকরা।

্রিন্ট

আরও সংবদ