খুলনা | মঙ্গলবার | ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২

রাজপথে সক্রিয় নেই অনেকেই

মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে নগর ছাত্রলীগের কার্যক্রম

আল মাহমুদ প্রিন্স |
০১:১২ এ.এম | ৩১ জুলাই ২০২৪


মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে খুলনা মহানগর ছাত্রলীগের কর্যক্রম। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৫ সালের ৮ জুন। ২১৫ সদস্যের কমিটির অধিকাংশ নেতার ছাত্র রাজনীতিতে সক্রিয় নেই। সংগঠনের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন যুবলীগে পদ পেয়েছেন সাড়ে চার বছর আগে। প্রায় তিন বছর আগে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হয়েছেন ানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। নেতৃত্ব শূন্য নগর ছাত্রলীগে প্রায় পাঁচ বছর ধরে চলছে স্থবিরতা। দীর্ঘ নয় বছর পর সংগঠনকে গতিশীল করতে উদ্যোগ নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এর আগে নতুন কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্ত (বায়োডাটা) সংগ্রহ করা হয়েছে। 
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্তত এক ডজন নেতা আবেদন করেন। পদ পেতে অনেক আগেই শুরু হয়েছে দৌড়-ঝাপ। তারা নিজেদের বিভিন্ন নেতার প্রার্থী হিসেবেও প্রচার চালাচ্ছেন। গেল ৪ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল খুলনার স্থানীয় দৈনিকগুলোতে বিজ্ঞপ্তিতে দিয়েছেন। বিজ্ঞপ্তিতে তিনি উলে­খ করেন, ‘কোনো সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই। বিশেষ কোনো নেতা কিংবা কর্মীর প্রতি দুর্বলতা নেই। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগ্যতার মাপকাঠিতে সহযোগি সংগঠনের কমিটি গঠন হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, ২১৫ সদস্যের মহানগর কমিটির অধিকাংশ নেতা ছাত্রজীবন শেষ করেছেন। বাকিদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ চাকুরিজীবী। এ পর্যন্ত বিভিন্ন কারণে বহিষ্কার হয়েছেন প্রায় দেড় ডজন নেতা। দলে যারা সক্রিয়, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় তারাও রয়েছেন হতাশায়। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সম্পাদকসহ বিভিন্ন পদে আবেদন জমা পড়েছে। এছাড়া আবেদন উন্মুক্ত থাকায় ছোট-বড় সবাই আবেদন করেন। যে কারণে পদপ্রত্যাশীর সংখ্যা দেড়শ’ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীর সংখ্যা অনেক কম।নগর ছাত্রলীগের সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সুজন, মাসুদ হোসাইন সোহান ও সজল বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুর রহমান রাজেশ, হোসাইন সবুজ ও সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমান আহম্মেদ আবেদন করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আগ্রহী মহানগর ছাত্রলীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান ইসলাম শাওন ও ইবনুল হাসান, বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি ও শেখ শাহরিয়ার রহমান রাহুল।

্রিন্ট

আরও সংবদ