খুলনা | শনিবার | ২২ মার্চ ২০২৫ | ৭ চৈত্র ১৪৩১

অস্ত্র মামলায় শার্শায় ইয়াসিন আলীর ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৪২ এ.এম | ৩১ জুলাই ২০২৪


যশোরে অস্ত্র মামলায় শার্শার বারোপোতা গ্রামের ইয়াসিন আলীকে ১৭ বছর সশ্রম কারাদণ্ডের দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ইয়াসিন আলী বারোপোতা গ্রামের ফজলুর রহমান চেয়ারম্যানের ছেলে। 
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাভারনের খাজুরাস্থ মীম ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশ থেকে সন্দেহজনক ভাবে ইয়াছিল আলীকে আটক ও তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এস আই খাইরুল আলম বাদী হয়ে আটক ইয়াসিনের বিরদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ হোসেন আটক ইয়াসিনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৫ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। 
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি ইয়াসিন আলীর বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ এর (এ) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯ এর (এফ) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত ইয়াসিন আলী কারাগারে আটক আছে। 
 

্রিন্ট

আরও সংবদ