খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

মতবিনিময় সভায় শেখ হারুন

দেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ৩১ জুলাই ২০২৪


জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের দেশকে সা¤প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করতে হবে। যারা গণতান্ত্রিক চর্চা ও ধারাবাহিকতাকে নষ্ট করতে চায় তাদের বিপক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক আত্মমর্যাদাশীল এবং সুন্দর শান্তিময় বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, এই হলো আমাদের লক্ষ্য।   
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে জেলা আ’লীগ আয়োজিত সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীর পরিচালনায় এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন এড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবর রহমান, এড. রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, মোস্তফা কামাল পাশা খোকন, এড. নিমাই চন্দ্র রায়, সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এড. ফরিদ আহমেদ, সর্দার আবু সালেহ, এস এম খালেদীন রশিদী সুকর্ন, এড. নব কুমার চক্রবর্তী, জোবায়ের আহমেদ খান জবা, কাজী শামীম আহসান, মোজাফ্ফর মোল­া, রকিবুল ইসলাম লাবু, খায়রুল আলম, সাঈয়েদুজ্জামান সম্রাট, অসিত বরণ বিশ্বাস, মনিরুল ইসলাম, জামিল খান, অধ্যক্ষ ফ ম সালাম, শিউলি সরোয়ার, বুলু রায় গাঙ্গুলি, মানিকউজ্জামান অশোক, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, হাজী সাইফুল ইসলাম, এম এম আজিজুর রহমান রাসেল, মোঃ ইমরান হোসেন প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ