খুলনা | শুক্রবার | ২১ মার্চ ২০২৫ | ৭ চৈত্র ১৪৩১

জয় বাংলা কনসার্ট নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাল নেমেসিস

খবর বিনোদন |
০৩:৪৬ পি.এম | ০১ অগাস্ট ২০২৪

 
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের শিল্পীরা। সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে তারা। যে যার জায়গা থেকে করছে প্রতিবাদ। তারই ধারবাহিকতায় জয় বাংলা কনসার্ট অংশ নেওয়া নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাল দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। সামাজিক মাধ্যমে  

আজ বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পেজে নেমেসিস লিখেছে, গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনও জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।

এরপর লেখা হয়েছে, কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে।

আরও লেখা হয়েছে, আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে। কিন্তু আর কত ভয়?

এরপর ব্যান্ডটি লিখেছেন, বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারন আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই।

সবশেষে নেমেসিস বলেছেন, তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরো অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।

এর আগে আরও কয়েকটি ব্যান্ড জয় বাংলা কনসার্ট বর্জন করেছে। এরমধ্যে রয়েছে ক্রিপটিক ফেইট, বাংলা ফাইভ। 

্রিন্ট

আরও সংবদ