খুলনা | বৃহস্পতিবার | ১৯ জুন ২০২৫ | ৫ আষাঢ় ১৪৩২

সাড়ে ১৬ কেজি গাঁজা, প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক |
০২:৪০ এ.এম | ০২ অগাস্ট ২০২৪


অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় সাড়ে ১৬ কেজি গাঁজা, ১টি প্রাইভেটকার জব্দ ও ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। 
বৃহস্পতিবার র‌্যাব-৬ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি প্রাইভেটকারে ১ জন ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া থেকে খুলনার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অফিসার ও ফোর্সের সহায়তায় গোপালগঞ্জ জেলার সদর থানার চরগোবড়া সাকিনস্থ আবুল খায়ের (মোল­াহাট) সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় চেকপোস্ট অতিক্রম করাকালে একটি কালো রংয়ের প্রাইভেট কারটি থামানোর জন্য সংকেত দেয় র‌্যাব সদস্যরা। এসময় রাস্তায় দাঁড় করে প্রাইভেটকারে আরোহী দরজা খুলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা ।
গ্রেফতারকৃত মাদককারবারী খুলনার রূপসা থানার দেয়াড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম রবির ছেলে মোঃ ইমরান হোসেন (২৮)। এ সময় তার হেফাজতে থাকার সাড়ে ১৬ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতকে গোপালগঞ্জ জেলার সদর  থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

্রিন্ট

আরও সংবদ