খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শিক্ষার্থীদের আন্দোলনে রিকশা চালকদেরও একাত্মতা

খবর প্রতিবেদন |
০১:৩১ এ.এম | ০৪ অগাস্ট ২০২৪


৯ দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে রাজধানীর রিকশাচালকরাও একাত্মতা ঘোষণা করেছেন। গত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা থামিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে চালকদের ¯ে¬াগান দিতে দেখা গেছে। শনিবারও রাজধানীতে এমন দৃশ্য চোখে পড়েছে।  শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় কেউ রিকশা থামিয়ে, কেউ রিকশার উপর দাঁড়িয়ে, কেউ মাথায় পতাকা আর হাতে লাল রঙের কাপড় বেঁধে চালকদের ¯ে¬াগান দিতে দেখা গেছে। 
ইতোমধ্যে রিকশাচালকদের বেশকিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে, রিকশাচালকরা শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে বিভিন্ন ¯ে¬াগান দিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারাও শিক্ষার্থীদের সঙ্গে থাকবেন বলেও ঘোষণা দিয়েছেন।
এছাড়া সাদা গেঞ্জি আর লুঙ্গি পরা একজন রিকশাচালকের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখে যায়, ওই রিকশাচালকের কপালে লাল-সবুজের পতাকা বাঁধা। রিকশায় দাঁড়িয়ে তিনি আন্দোলনকারীদের স্যালুট জানাচ্ছেন। 
খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকার। হাজার হাজার ছাত্র-জনতা যখন মিছিল নিয়ে যাচ্ছিলেন তখন তিনি আন্দোলনকারীদের অভিবাদন জানিয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তবে তার পরিচয় জানা যায়নি।
এদিকে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের রাস্তায় রিকশাচালকরা অবস্থান নিয়ে সরকার বিরোধী নানা শ্লোগান দেন। কপালে লাল কাপড় আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে শ্লোগান দেন তারা।
এ সময় এক রিকশাচালক বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গ্যাছে। তাই সারাদিন রিকশা চালায়া রুজি না করে মাঠে নেমেছি৷ আমাগো ছেলেগরে এভাবে মেরে তারা কীভাবে গদিতে থাকে?’
ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদসহ পূর্বঘোষিত ৯ দফা দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া দেশব্যাপী রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

্রিন্ট

আরও সংবদ