খুলনা | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১ ভাদ্র ১৪৩১

পবিত্র আখেরি চাহার সোম্বা ৪ সেপ্টেম্বর

খবর প্রতিবেদন |
০২:০৩ এ.এম | ০৬ অগাস্ট ২০২৪


আজ মঙ্গলবার পবিত্র মুহাররম মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল ৭ আগস্ট বুধবার থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। বাংলাদেশের আকাশে সোমবার (৫ আগস্ট) কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। 
এর পরিপ্রেক্ষিতে আগামী ২৯ সফর ১৪৪৬ হিজরি, ২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে, আজ ২৯ মুহাররম ১৪৪৬ হিজরি, ২১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
 

্রিন্ট

আরও সংবদ