খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব এএফপির সাংবাদিক শফিকুল আলম

খবর প্রতিবেদন |
১২:৩০ এ.এম | ১৪ অগাস্ট ২০২৪


সিনিয়র সাংবাদিক শফিকুল আলম (শফিকুল ইসলাম) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নিযুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  সরকারের সচিব পদমর্যাদায় তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার কার্যকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

শফিকুল আলম প্রায় তিন দশক ধরে সক্রিয় সাংবাদিকতায় নিয়োজিত আছেন। বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করার পর সর্বশেষ বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ব্যুরো চিফের দায়িত্ব পালন করেন তিনি।

শফিকুল আলম নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি একজন সজ্জন ও দক্ষ রিপোর্টার হিসেবে সুপরিচিত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ইকোনোমিক রিপোর্টার ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন এই সিনিয়র সাংবাদিক।

্রিন্ট

আরও সংবদ