খুলনা | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১ ভাদ্র ১৪৩১

বিভিন্ন মহলের শোক

বিশিষ্ট শিক্ষাবিদ ও খুবি’র সাবেক ট্রেজারার এস এ হাসিবের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০২:৪০ এ.এম | ১৪ অগাস্ট ২০২৪


সরকারি আযম খান সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, অসংখ্য গ্রন্থের লেখক প্রফেসর শেখ আব্দুল হাসিব মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর মিয়াপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ আছর খুলনার সরকারি আযমখান কমার্স কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাদ এশা মিয়াপাড়া কায়েমিয়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। 
শোক : খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এস এ হাসিবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। 
অপর দিকে সাবেক ট্রেজারার এস এ হাসিবের আত্মার মাগফিরাত কামনায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়। 
বন্ধনের শোক : খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এস এ হাসিবের মৃত্যুতে গভির শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুবি বন্ধনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বন্ধনের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলী, আবু সালেহ মোঃ পারভেজ, শেখ শারাফাত আলী দুলু, এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ জাবেদ এলাহী, মোঃ আতিয়ার রহমান, প্রকৌশলী সাইফুল আলম বাদশা, এস এম শাকিল রহমান, আবদুল­াহ শাহানুর কবীর অয়ন, মোঃ শফিকুল ইসলাম শফিক, শেখ আকতার হোসেন, মোঃ রবিউল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান, মোঃ ইকবাল হোসেন, শেখ মোঃ আব্দুল­াহ, মিজানুর রহমান খান মুকুল, শেখ আফসার উদ্দিন, এস এম জাকির হোসেন, কামরুজ্জামান তুহিন, কুদরত-ই-এলাহী রঞ্জু, মোঃ শামীম রহমান, নুরুজ্জামান মিথুন, মোঃ নাসির জাহাঙ্গীর, মোঃ ফেরদাউস, আলমগীর হাবিব সাগর, প্রকৌশলী মোহাম্মাদ আলী, কাজী জালাল আহমেদ, মাওলানা গোলজার হুসাইন, মোঃ আব্দুর রব, শাহারা বানু, সালেহা পারভেজ, মোশারফ হোসেন, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন, তামজিদ হোসেন, মোজাম্মেল হক প্রমুখ।
আজ দোয়া :  বাদ যোহর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। 
উলে­খ্য, বিশিষ্ট শিক্ষাবিদ এস এ হাসিব ২০০৬ সালের ১২ ফেব্র“য়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম ট্রেজারার হিসেবে যোগদান করে ২০০৯ সালের ২৪ জুন পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 
আযম খান সরকারি কমার্স কলেজ  : আযম খান সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হাসিবের আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় শিক্ষক পরিষদের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

্রিন্ট

আরও সংবদ