খুলনা | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১ ভাদ্র ১৪৩১

চিকিৎসা সেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা জারি

খবর প্রতিবেদন |
০১:৩১ এ.এম | ১৯ অগাস্ট ২০২৪


চিকিৎসা সেবায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। রোববার স্বাস্থ্য সেবা বিভাগ  এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনাটিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা, ভর্তি রোগীদের চিকিৎসা ব্যয় সরকার বহনের ঘোষণা দিয়েছে। এরপরেও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) বিরুদ্ধে সেবার বিপরীতে টাকা নেয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। এধরনের কাজ থেকে সংশ্লি¬ষ্ট সবাইকে আবশ্যিকভাবে বিরত থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলাররা হাসপাতালে আর প্রবেশ করতে পারবে না। প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে। সাক্ষাতের সময় ব্যতীত কোনো দর্শনার্থী হাসপাতালের ভেতর এবং রোগীর কক্ষে প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে এ আদেশ পতিপালনে ব্যর্থ হলে সংশ্লি¬ষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নির্দেশনা দেশের সব হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ