খুলনা | শুক্রবার | ০৩ জানুয়ারী ২০২৫ | ২০ পৌষ ১৪৩১

আহমেদুল কবীর-ফ্লোরাসহ স্বাস্থ্য অধিদফতরের চার কর্মকর্তাকে বদলি

খবর প্রতিবেদন |
০২:১২ পি.এম | ২২ অগাস্ট ২০২৪


নানা কারণে আলোচিত স্বাস্থ্য অধিদফতরের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে দুই অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাও রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

বদলি হওয়া কর্মকর্তরা হলেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর। তাকে আইপিএইচ এর পরিচালক পদে নিয়োগ বদলি করা হয়েছে। করোনাকালে বহুল আলোচিত অধিদফতরে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মীরজাদী সেরিনা ফ্লোরাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

এছাড়া নিপসমে বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম ও আইপিএইচের পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখায় ন্যাস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর  হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ