খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

অধ্যক্ষের অনুপস্থিতিতে যেভাবে বেতন পাবেন কলেজের শিক্ষকরা

খবর প্রতিবেদন |
০১:২৪ এ.এম | ৩১ অগাস্ট ২০২৪


দেশে চলমান পরিস্থিতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের মুখে ভিসিরা পদত্যাগ করেছেন। তাই অধ্যক্ষের অনুপস্থিতিতে সভাপতির স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি দেয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সময় তিনি অধ্যক্ষের দায়িত্বও পালন করবেন। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উদ্ভূত বিদ্যমান পরিস্থিতির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে বিধি অনুসরণে অধ্যক্ষের দায়িত্ব প্রদানের ক্ষমতা (এডহক কমিটির) নবনিযুক্ত সভাপতির ওপর ন্যস্ত করা হলো।
প্রযোজ্য ক্ষেত্রে মনোনীত সভাপতির একক স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি প্রদান করার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।

্রিন্ট

আরও সংবদ