খুলনা | রবিবার | ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

বাড়ি ভাঙচুর-লুটপাট, গুরুতর আহত ১

শিরোমনি দক্ষিণপাড়ায় ঘুম থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০৪:৪৬ পি.এম | ০৪ সেপ্টেম্বর ২০২৪


ভ্যান চুরির ঘটনায় জড়িত সন্দেহে সিরাজ হাওলাদার (৩৭) নামের এক যুবককে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা এবং ঘরের আসবাপত্র ভাঙচুর করে সমিতি থেকে তোলা নগদ ৪০ হাজার টাকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় অপর সন্দেহভাজন দিদার সরদারকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোরে খানজাহান আলী থানাধীন যোগিপোল ৮নং ওয়ার্ডের ফকিরপাড়া কালভার্টের মোড়ে।
নিহত সিরাজ হাওলাদার যোগিপোল ৭নং ওয়ার্ডের জামাল হাওলাদারের পুত্র এবং গুরুতর আহত দিদার সরদার যোগিপোল ৮নং ওয়ার্ডের বিনু সরদারের পুত্র বলে পুলিশ জানিয়েছেন। তবে আহত দিদারও মারা গেলে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স¤প্রতি শিরোমনি দক্ষিণপাড়ার তোয়েবের পুত্র মোঃ জাকারিয়া জাকারের একটি ভ্যানকে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার ভোর রাতে যোগিপোল শিরোমনি দক্ষিণপাড়া কালভার্ট মোড় থেকে দিদারকে আটক করে মারপিটের এক পর্যায়ে দিদার যোগিপোল ৮নং ওয়ার্ডের সিরাজ হাওলাদারের নাম বলে। পরবর্তীতে ১৪/১৫ জন ভোর ৫টার দিকে সিরাজ হাওলাদারের ৮নং ওয়ার্ডের বাড়িতে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে টেনে হিচড়ে শিরোমনি দক্ষিণপাড়া কালভাটের উপর নিয়ে মারপিট করে ফেলে রাখে। সকালে স্থানীয়রা সিরাজ হাওলাদারকে মৃত এবং দিদার সরদারকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সিরাজকে মৃত ও দিদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  
নিহত সিরাজ হাওলাদারের স্ত্রী সুমি আক্তার অভিযোগ করে বলেন, যোগিপোল ৮নং ওয়ার্ডের  বিনু  সরদারের পুত্র জাকারিয়া জাকারসহ ১৪/১৫ জন ভোরে ঘরের দরজা ভেঙে আমার স্বামীকে ঘুম থেকে তুলে হাসুয়াসহ দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় আমি এবং আমার ছোট শিশু কন্যা ঠেকাতে গেলে হামলাকারীরা আমাদেরকেও মারপিট করে সিরাজকে টেনে হিচড়ে নিয়ে যায়। যাওয়ার সময় ঘরের আসবাপত্র ভাঙচুর করে ঘরে থাকা আশা সমিতি থেকে গত ৩ সেপ্টেম্বর তোলা ভ্যান ক্রয়ের জন্য রাখা ৪০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। সুমি জানায় আমার স্বামীকে ধরে নিয়ে যাওয়ায় পর আমি আমাদের আত্মীয় স্বজনদের খবর দেয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিরোমনি দক্ষিণপাড়া কালভার্ট মোড়ে গিয়ে আমার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পাই। এ সময় তার চোখ ধারালো অস্ত্র দিয়ে উপড়ে ফেলাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন দেখা যায়।  এই ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে জাকারিয়া জাকারসহ ৬ জনের নাম উলে­খ এবং অজ্ঞাতনামা আরো ১৪/১৫ জনকে আসামি করে খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেছে। 
এদিকে গুরুতর আহত দিদারও মারা গেছে এমন একটি গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়লে এ বিষয়ে পুলিশ সঠিক কোন তথ্য দিতে পারিনি। এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, চোর সন্দেহে সিরাজকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দিদার নামের আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করবেন।
 

্রিন্ট

আরও সংবদ