খুলনা | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১ ভাদ্র ১৪৩১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মুহাম্মদ মাছুদ, ৫ শর্তে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক |
০৬:১৩ পি.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৪


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ মাছুদ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ নিয়োগের কথা জানানো হয়। 
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক মুহাম্মদ মাছুদকে সাময়িকভাবে কুয়েটের উপাচার্য পদে পাঁচ শর্তে নিয়োগ দেওয়া হলো। 
শর্তগুলো হলো (ক) উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। (খ) উপযুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। (গ) বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন। (ঘ) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। (ঙ) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনও সময় নিয়োগ বাতিল করতে পারবেন।
দায়িত্ব গ্রহণ : কুয়েট-এর ৮ম ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, সম্মানীত শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। 
এর আগে গত ১২ আগস্ট কুয়েটের উপাচার্য মিহির রঞ্জন হালদার ও সহ-উপাচার্য অধ্যাপক সোবহান মিয়া পদত্যাগ করেন। ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মিহির রঞ্জন হালদারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়। তিনি কুয়েটের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আর ২০২২ সালের ২১ নভেম্বর কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সোবহান মিয়া কুয়েটের প্রথম সহ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য পদত্যাগ করেন। এরপর সেসব পদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) কয়েকটিতে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
জীবনী : কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, কুয়েট এবং বিভিন্ন দেশের অর্থায়ণে পরিচালিত অসংখ্য গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি ১১ জন পোস্টগ্রাজুয়েট এবং শতাধিক আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীর কোর্স সুপারভাইজার হিসেবে দাযিত্ব পালন করেছেন। তাঁর ১৫০টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল, কনফারেন্স প্রসিডিংস ও বই এ প্রকাশিত হয়েছে। বিভিন্ন সরকারি এবং পেশাজীবী সংস্থা থেকে তিনি শিক্ষা সংক্রান্ত পদক ও স্কলারশীপ অর্জন করেছেন। তিনি অসংখ্য আন্তর্জাতিক কনফারেন্সের চেয়ার, কো-চেয়ার এবং সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৯৯ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী, জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এ্যরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ এমএসসি ইঞ্জিনিয়ারিং (২০০৩) ও পিএইচডি ডিগ্রী (২০০৬) সম্পন্ন করেন। তিনি ১৯৯৯ সালে প্রভাষক, ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক হিসেবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৭৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ