খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

২১ সেপ্টেম্বর বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

খবর প্রতিবেদন |
০১:৩২ এ.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৪


বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের অধঃস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর অভিভাষণ প্রদান করবেন। বাংলাদেশ সুপ্রীম কোর্টে এ অনুষ্ঠান হবে। যেখানে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিষেক ভাষণে উলি­খিত বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়ে বিশদ আলোকপাত করবেন।
উলে­খ্য, গত ১০ আগস্ট বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে রেফাত আহমেদ নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এর আগে, ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৬ বিচারপতি।

্রিন্ট

আরও সংবদ