খুলনা | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১ ভাদ্র ১৪৩১

চুকনগরে যুবতীকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৪


ডুমুরিয়ার চুকনগরে এক যুবতীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৬ খুলনা। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
স্থানীয় সূত্র ও মামলার অভিযোগে জানা গেছে গত ২ আগস্ট সন্ধ্যায় উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর এলাকার সুরোত আলি শেখের মেয়ে জুলেখা খাতুন (১৮) কে জোরপূর্বক তুলে নিয়ে চোখ মুখ বেঁধে বুড়িভদ্রা নদীর চরে নির্জন পাটক্ষেতের মধ্যে নিয়ে রাতভর গণধর্ষণ করে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, যুবলীগ কর্মী রামপদ ফকির ও মিন্টু ফকির (২৬) সহ ৮/১০ যুবক। পালাক্রমে গণধর্ষণের পর তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ৬ আগস্ট পাটক্ষেত থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকুন্দিয়া গ্রামের নজরুল গাজীর ছেলে পেশাদার চোর মাদক কারবারি ইমরান হুসাইন গাজী (৩০) চুকনগর সদরের যুবলীগ নেতা শংকর ফকিরের ছেলে রাম ফকির (২৫) ও মিন্টু ফকির (২৬) সহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় ভিকটিমের পিতা ছুরোত আলি শেখ বাদী হয়ে ৭ জনের নাম উলে­খসহ আরও ৩/৪ কে অজ্ঞাত আসামি করে গণধর্ষণ পূর্বক হত্যার অভিযোগে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অপর আসামিরা হলো সবুজ (২২) আসাবুর রহমান আশিক (২৬), বাবু মোড়ল (২২) ইমন সরদার (২২)। 
স্থানীয় এলাকাবাসী জানায় তারা আওয়ামী লীগ নেতা সাবেক ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদের ও চুকনগর যুবলীগ নেতা ইকবাল হোসেন ছালামের আশির্বাদপুষ্ট ও একনিষ্ঠ কর্মী। আর এসব  নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ইমরান সিন্ডিকেটের অপরাধ জগৎ। 
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর আবার ভোল পাল্টানোর চেস্টায় ইউনিয়ন বিএনপি’র এক নেতাদের সাথে সক্ষ্যতা গড়ে তোলার চেষ্টা করছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এছাড়া অপরাধমূলক কর্মকান্ড র্নির্বিঘেœ অব্যাহত রাখতে নিজে সাংবাদিক বনে যায় ইমরান। বিষয়টি নিশ্চত করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক। তিনি জানান গণধর্ষণ ও হত্যার অভিযোগ গত ২ সেম্পেম্বর ৭ জনের নাম উলে­খ করে ভিকটিমের পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার ৩ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ