খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

সাতক্ষীরা জেলা যুবদলের সমন্বয়ক কমিটি বিলুপ্ত

খবর প্রতিবেদন |
০৫:১২ পি.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৪


সাতক্ষীরা জেলা যুবদলের সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে বিলুপ্ত করা সাতক্ষীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের অব্যাহতি প্রদান করা হলো। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

২০২৩ সালের ৪ ডিসেম্বর সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। পরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও রাজনৈতিক কর্মসূচি যথাযথভাবে পালনে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টাকে প্রধান সমন্বয়ক, সাতক্ষীরা পৌর শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. আলিম উজ জামানকে সহকারী সমন্বয়ক করে জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

্রিন্ট

আরও সংবদ