খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

বিশ্বকাপের দৌড়ে উড়ছে আর্জেন্টিনা, খাবি খাচ্ছে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৬ এ.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৪


২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েক রাউন্ডের খেলাও হয়ে গেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে রীতিমত উড়ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা দাপটের সঙ্গে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে ছুটছে।
অন্যদিকে ব্রাজিলের অবস্থান ঠিক উল্টো মেরুতে। কোচ বদল, দল হয়ে খেলতে না পারা সহ নানা সমস্যায় জর্জরিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন অবস্থান করছে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। আর্জেন্টিনা যেখানে ৭ ম্যাচে ৬ জয় নিয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে, সেখানে ব্রাজিলের পয়েন্ট মোটে ৭। ৬ ম্যাচে মাত্র ২ জয় পাওয়া ব্রাজিল এখন শীর্ষস্থান থেকে পাক্কা ১১ পয়েন্ট দূরে।
ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরুর পর প্রথম আন্তর্জাতিক বিরতিতে আবার বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) মেসি-ডি মারিয়াকে ছাড়াই চিলিকে ৩-০ গোলে হারিয়ে দেয় তারা।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ ইকুয়েডর। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ব্রাজিলের ঠিক সামনের অবস্থানটি ইকুয়েডরের। তাই এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে সেলেসাওদের সামনে। তবে হেরে গেলে বা ড্র করলে বিশ্বকাপের পথ আর কঠিন হবে দরিভাল জুনিয়রের দলের।
প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপে দলসংখ্যা বাড়ছে। ২০২২ পর্যন্ত বিশ্বকাপ ৩২ দলের হলেও পরের বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দলের। স্বাভাবিকভাবেই বিশ্বের সব অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যাও বাড়ছে। দক্ষিণ আমেরিকা থেকে এবার ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর পয়েন্ট তালিকার সপ্তম দলকে খেলতে হবে আন্তঃমহাদেশিয় প্লে-অফ।

্রিন্ট

আরও সংবদ