খুলনা | রবিবার | ১৩ অক্টোবর ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১

আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গা যোদ্ধা ও সেনাবাহিনী

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৪


মিয়ানমারের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে নিপীড়িত রোহিঙ্গা মুসলিমদের বিদ্রোহকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জাতির অস্তিত্বের হুমকি হিসেবে দেখেছে। তবে, রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বড় ধরনের অগ্রগতি অর্জন করায়, এখন জান্তা এবং কিছু রোহিঙ্গা যোদ্ধা একই শত্র“র বিরুদ্ধে লড়াই করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক সময় অসম্ভব মনে হলেও এখন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) জানিয়েছে তাদের যোদ্ধাদের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর এক ধরনের ‘সমঝোতা’ হয়েছে যাতে তারা একে অপরের ওপর হামলা না করে। কারণ তারা উভয়েই আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে।
আরএসওর রাজনৈতিক বিষয়ক প্রধান কো কো লিন বলেন, জান্তা আমাদের আক্রমণ করেনি, আর আমরাও তাদের আক্রমণ করিনি।
তিনি আরও বলেন, যখন তারা আমাদের আক্রমণ করছে না, তখন কেন আমরা একই সময়ে দু’টি লক্ষ্যের দিকে আঘাত করব? এটি স্বাভাবিক ভাবেই একটি সমঝোতায় পরিণত হয়েছে।
কো কো লিন উলে­খ করেন, এই সমঝোতা আনুষ্ঠানিক কোনও চুক্তি নয় এবং জান্তার সঙ্গে তাদের কোনও যৌথ অভিযান চলছে না। তিনি বলেন, আমাদের যোদ্ধারা নিজেদের ইউনিফর্ম এবং নিজস্ব অস্ত্র ব্যবহার করছে। এই বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করে সাড়া পায়নি।
কো কো লিন জানান, এ বছরের শুরুর দিকে আরএসও যোদ্ধারা বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহরে প্রবেশ করে, যেখানে জান্তা এবং আরএসও আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছিল। তবে, তিনি সমঝোতার মেয়াদ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি।
আরএসও’র বক্তব্য স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। মিয়ানমার সেনাবাহিনীও এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।
কো কো লিন আরও অভিযোগ করেন, আরাকান আর্মি রোহিঙ্গা স¤প্রদায়কে টার্গেট করেছে এবং তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব উপেক্ষা করেছে। তিনি বলেন, আমরা তাদের বারবার রোহিঙ্গাদের আক্রমণ না করতে অনুরোধ করেছি, কিন্তু তারা আমাদের উপেক্ষা করেছে।
আরাকান আর্মিকে সমর্থনকারী রাখাইনের বৌদ্ধ স¤প্রদায় এবং রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। কিছু রোহিঙ্গাকে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে সামরিক বাহিনীর দ্বারা জোরপূর্বক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আরএসও ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রোহিঙ্গাদের জন্য একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছিল। তবে, সংগঠনটি ২০২২ সাল থেকে পুনর্গঠিত হয়েছে এবং এখন এর যোদ্ধার সংখ্যা পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে। যদিও এদের সবাই সশস্ত্র নয় বলে জানিয়েছেন কো কো লিন।
এ বছরের শুরুতে আরএসও প্রায় এক হাজার যোদ্ধা নিয়ে মংডুতে প্রবেশ করে রোহিঙ্গাদের রক্ষার জন্য। ওই সময় আরাকান আর্মি সেখান থেকে সামরিক বাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তবে, আগস্টের শুরুতে মংডুতে একটি প্রাণঘাতী হামলার পর তারা এলাকা থেকে সরে যায়। ওই হামলায় প্রায় ১৮০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল।
কো কো লিন জানান, তারা আরও বেসামরিক হতাহতের ঝুঁকি এড়াতে এলাকা থেকে সরে এসেছে। তবে ভবিষ্যতে আবারও লড়াইয়ে নামার পরিকল্পনা রয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ