খুলনা | শনিবার | ১২ অক্টোবর ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১

ফুলতলায় দলীয় কার্যালয় উদ্বোধন

বর্ষার সময় পানি ছেড়ে ভারত বন্যা উপহার দেয় : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক ও ফুলতলা প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৪


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের প্রতিবেশী দেশ (ভারত) শুকনো মৌসুমে পানি আটকে রাখে। আর বর্ষার সময় সব গেট খুলে পানি ছেড়ে দিয়ে বন্যা উপহার দেয়।
শুক্রবার দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলেখালী গ্রামে ভদ্রা নদীর ভাঙনে ভিটা বাড়ি হারা পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ডুমুরিয়ার চাঁদগড়, জালিয়াখালী ও শম্ভুনগর ভদ্রা নদীর ভাঙনের কবলে পড়ে ২৯ নম্বর পোল্ডারের তিনটি গ্রাম ‘মানচিত্র’ থেকে হারিয়ে গেছে। এই এলাকার কয়েকশ’ পরিবারকে ভিটামাটি ছাড়তে হয়েছে। নদী সব কিছু কেড়ে নেওয়ায় শত শত পরিবার আজ এলাকা ছাড়া। যারা রয়েছেন, তারাও ভাঙনে সব হারিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। এক সময়ের মধ্যবিত্ত পরিবারগুলো নদীর ভয়াল গ্রাসে আজ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। অভাব এখন যাদের নিত্যসঙ্গী।  
তিনি বলেন, ইতোমধ্যে ভদ্রা নদীতে বিলীন হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, দু’টি মসজিদ, দু’টি ঈদগাহ, একটি মন্দির, একটি মাদ্রাসা, পাঁচটি স্লুইস গেট, জমিসহ হাজার হাজার কাঁচা-পাকা ঘরবাড়ি ও অসংখ্য গাছ।  
তিনি বলেন, একদিকে আমাদের বড় সমস্যা দক্ষিণাঞ্চলের ভেড়িবাঁধে ভাঙন অপর দিকে সীমান্তের ৫৪টি নদীর পানি ছেড়ে দেওয়া।
ভারত শুকনো মৌসুমে পানি আটকে রাখে। আর বর্ষার সময় একসঙ্গে সব গেট খুলে পানি ছেড়ে দিয়ে বন্যা উপহার দেয় বলেও উলে­খ করেন তিনি গোলাম পরওয়ার।
ডুমুরিয়া উপজেলা শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।  
এ সময় চাঁদগড়, জালিয়াখালী ও শম্ভুনগর গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন গোলাম পরওয়ার।
ফুলতলা : বাংলাদেশে জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট দুপুরে হঠাৎ করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে পাশর্^বর্তী দেশে পালিয়ে যান। তবে তাদের সকল অপকর্মের হোতাদের সব দপ্তরেই রেখে গিয়েছেন। রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে ডিসি এসপি ইউএনও ওসি পর্যন্ত প্রতি রন্ধে রন্ধে ঘুষখোর দুর্নীতিবাজ ও বহু অপকর্মের হোতারা রয়ে গেছে। তাদের চিহ্নিত করে সৎ যোগ্য ও আদর্শবান অফিসার দিয়ে রাষ্ট্র কাঠামো সাজাতে যৌথিক সময় পর্যন্ত নির্বাচনের জন্য জামায়াত অপেক্ষা করবে। 
শুক্রবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলা জামায়াত আয়োজিত স্থানীয় দলীয় কার্যালয়ে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আঃ আলিম মোল­ার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওঃ সাইফুল হাসান খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওঃ ইমরান হুসাইন, নায়েবে আমির মাওঃ গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আজম হাদি, শেখ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা আবুল হোসেন মোড়ল, মাওঃ ওবায়দুল্লাহ, মোস্তফা আল মোজাহিদ, আলী আকবর মোড়ল, শেখ আলাউদ্দিন, ফ ম আঃ রহমান, মোঃ মোফিজুল ইসলাম, শিবির সভাপতি হুসাইন প্রমুখ। পরে প্রধান অতিথি দোয়া মোনাজাতের মাধ্যমে দলীয় কার্যালয় দীর্ঘ ১৫ বছর পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

্রিন্ট

আরও সংবদ