খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

নগরীর বিভিন্ন মন্দিরে গণেশ পূজা উৎসব পালন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪১ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৪


নগরীর বিভিন্ন মন্দিরে গণেশ পূজা উৎসব পালিত হয়েছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার এই উৎসব পালিত হয়।
সনাতন ধর্মীয় শাস্ত্র মতে সুখ-সমৃদ্ধির দেবতা গণেশের জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতিথিতে। প্রতি বছর ধুমধামের সাথে পালিত হয় এই উৎসব। দুর্বাঘাস, লালজবা, পানপাতা, সিঁদুর ও রক্তচন্দনে এই পূজার রিতি রয়েছে। এই পূজা করলে দুর্ভোগ ও বাধাবিপত্তি কেটে যায়। চতুর্থীতিথি শুরু হয় শুক্রবার বিকেল ৩টা ৩১ মিনিটে। উদয়া তিথি অনুয়ায়ী শেষ হয় শনিবার  বিকেল ৫টা ৩৭ মিনিটে। মহা সমাদরে পালিত হয় এই পূজা।  
বাজার কালিবাড়ি মন্দিরে সকাল ১০টা থেকে দিনব্যাপী পূজাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে। এ সময় শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, গোপী কিষণ মুন্ধড়া, প্রশান্ত কুমার কুন্ডু, সুব্রত হালদার তপা, সুশান্ত ব্যানার্জী, প্রশান্ত কুমার ব্যানার্জী, ভোলানাখ ভট্টাচার্য, উজ্জল ব্যানার্জী, বিশ^জিৎ দে মিঠু, গণেশ হাজরা, আকাশ ব্যানার্জী,  রতন দেবনাথ, তপন সাহা, শংকর ঘোষ, রবিন দাস, অলোক দে, স্বপন সরকার, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল ও মিঠু সাহাসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।  
এছাড়াও বড় বাজার সত্যনারায়ণ মন্দির, মহেশ^রপাশা কালিবাড়ি মন্দির, আর্য্য ধর্মসভা মন্দির, শীতলাবাড়ি মন্দির, কালিবাড়ি কয়লাঘাট মন্দির, রূপসা মহাশ্মশান কালিবাড়ি মন্দির ও সোনাডাঙ্গা হরিজন কলোনীসহ বিভিন্ন মন্দির ও বাড়িতে এই পূজা পালিত হয়। 

্রিন্ট

আরও সংবদ