খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

সুন্দরবন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪২ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৪


সরকারি সুন্দরবন আদর্শ কলেজের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে কয়রা-পাইকগাছায় বন্যা দুর্গতদের পুনর্বাসনে  প্রস্তুতি সভা গতকাল শনিবার কলেজের সাবেক ভিপি মোল­া মারুফ রশিদের সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় চলমান ভয়াবহ বন্যা দুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে কলেজের প্রাক্তন ছাত্রদের মধ্যে তাৎক্ষণিক নগদ সাহায্য গ্রহণ করা হয়। 
এ সময় মোল­া মারুফ রশিদকে আহবায়ক, খন্দকার হাসানুজ্জামান নিক ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজকে যুগ্ম-আহবায়ক করে ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করা হয়। প্রাক্তন ছাত্রদের উক্ত ত্রাণ ও পুনর্বাসন কাজে সাহায্যের জন্য কোষাধ্যক্ষ মাহবুব হাসান মুন্নার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর : ০১৭১১-০২৯৫৯৩।  
সা¤প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের ও কলেজের মরহুম শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে দোয়া পরিচালনা করেন কলেজের সাবেক ভিপি মোঃ তরিকুল ইসলাম জহির। মুক্ত আলোচনায় কলেজের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা অংশগ্রহণ করেন। সভায় মোঃ তরিকুল ইসলাম জহির, আল-জামাল ভূঁইয়া, মোল­া খায়রুল ইসলাম, নাজমুল হক মুকুল, এড. শেখ হাফিজুর রহমান ও সৈয়দ মাহবুব মোর্শেদ মাসুমকে সদস্য করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। 
এ সময় প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার হাসানুজ্জামান নিক, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জসিম উদ্দিন লাবু, লতিফুর রহমান সোহাগ, মামুনুর রশীদ, আল আমিন হক, খায়রুল আলম রাজু, ফেরদৌসুর রহমান পিয়াস, রাসেল দেওয়ান, পলাশ প্রসেনজিৎ মালাকার, মোরশেদ জাহান রানা, কাজী শাকের মাহমুদ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ