খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

খবর প্রতিবেদন |
১২:৫৮ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৪


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে এবং এতে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এড. তাজুল ইসলামকে। শনিবার রাতে আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাজুল ইসলাম বর্তমানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম-আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে উলে­খ করা হয়, এড. তাজুল ইসলাম এ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়াও ট্রাইব্যুনালে আরও চারজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল­াহ আল নোমান।
এ বিষয়ে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু জানান, তাজুল ইসলাম ২৬ আগস্ট দল থেকে পদত্যাগ করেছেন, কারণ সরকারি দপ্তরের দায়িত্ব পালনের জন্য দলীয় পদে থাকা যায় না। তাজুল ইসলামের দলত্যাগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং তার জায়গায় অন্য কাউকে যুগ্ম-আহŸায়ক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
তাজুল ইসলাম এর আগে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে গঠিত এবি পার্টির আইনি টিমের নেতৃত্বও দিয়েছেন।
 

্রিন্ট

আরও সংবদ