খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

নগরীতে অস্ত্রের মুখে যুবককে অপহরণ, বেধড়ক মারপিট

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৪


নগরীতে অস্ত্রের মুখে অপহরণ করে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। মূলতঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। প্রশাসনের সহায়তা নিলে প্রাণনাশের হুমকি দেয় অপরহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী শেখপাড়ার বাসিন্দা মোঃ সিরাজের ছেলে মোঃ জহির বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা (নং-০৪, ০৪/০৯/২৪) করেছেন।
মামলার আসামিরা হলো নগরীর শেখপাড়ার মৃত শেখ আব্দুল লতিফের ছেলে শেখ মকবুল হোসেন (৬০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৫৫), ছেলে  মিঠুন হোসেন (৩৮), ভাই রুমন হোসেন (৩৫) এবং বিকাশ বাবু (৫৫)।
মামলার এজাহারে বাদী উলে­খ করেন, আসামিরা নিকট পূর্বে তার শেখপাড়া মেইন রোডের জমি ভাড়া নেয়। আসামিরা গেল সরকারের সময় অবৈধভাবে ভুয়া দলিল করে ভোগদখল করে আসছে। ২০২২ সালের জুনে আসামিদের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করা হয়। এরপর আসামিরা ওই জমির সংক্রান্তে সে যেনো কোন কথা বলতে না পারে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। সর্বশেষ গত ২৪ আগস্ট রাত সাড়ে ৮টায় সোনাডাঙ্গাস্থ পল­ীমঙ্গল স্কুলের মোড় পৌঁছালে আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে আটক করে। এরপর তাকে বেধড়ক মারপিট করে। এছাড়া পরবর্তীতে আর জায়গা জমিজমা নিয়ে প্রশাসনের আশ্রয় নিলে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এরপর ভোর ৪টার দিকে চোখ বাঁধা অবস্থায় পল­ীমঙ্গল স্কুলের মোড়ে ফেলে রেখে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে এ মামলাটি দায়ের করেছেন।

 

্রিন্ট

আরও সংবদ