খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

জেলা ক্রীড়া অফিস খুলনার উদ্যোগে

বালক-বালিকাদের দাবা ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৮ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৪


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস খুলনা’র উদ্যোগে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়াম ও মাঠে বালক-বালিকাদের দাবা ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার খুলনার সভাপতি মোঃ বকতিয়ার রহমান গাজীর সার্বিক তত্ত¡াবধান ও সভাপতিত্বে গতকাল এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা ও বরিশাল বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, খুলনার সহকারি কমিশনার মোঃ মুনতাসির হাসান খান, জেলা ক্রীড়া সংস্থা খুলনা সাবেক যুগ্ম-সম্পাদক জি এম রেজাউল ইসলাম, পাবলিক কলেজ খুলনার সহযোগি অধ্যাপক গোলাম মোর্তবা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার সিনিয়র শিক্ষক জিএম আব্দুল­াহ, কেডিএ স্কুল সিনিয়র শিক্ষক জি এম মোশাররফ হোসেন, কবিরুল ইসলাম, রবিউল ইসলাম পলাশ, কিশোর বকসি স্যার, আসমা খাতুন, আল আজাদ, বিভাস, আরমান হোসেন মিলনসহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ। কাবাডি খেলায় চ্যম্পিয়ন হয় কেডিএ খানজাহান আলী স্কুল ও রানার আপ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। দাবা বালক প্রথম খুলনা জিলা স্কুল, ২য় দৌলতপুরস্থ সরকারি হাজী মুহাম্মদ মুহাসিন স্কুল, ৩য় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। দাবা বালিকা প্রথম করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ২য় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, ৩য় সরকারি ইকবাল নগর বালিকা বিদ্যালয়।

্রিন্ট

আরও সংবদ