খুলনা | রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২

৬ দফা দাবিতে নগরীর বৈকালী মোড়ে সড়ক অবরোধে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |
০১:২৯ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৪


ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অবৈধ নিয়োগ বাতিলসহ ৬ দফা দাবিতে খুলনায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। কারিগরি ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী খুলনা-যশোর মহাসড়কের নগরীর বৈকালির মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে পরিবহন যাত্রীরাসহ সাধারণ মানুষ। 
শিক্ষার্থীদের অন্য দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইনসট্রাক্টরদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, শূন্য পদে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিরিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করা এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদ (৬ মাস) করা, কারিগরি শিক্ষায় নিয়োগ বিধিমালা সংশোধন এবং চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারীরা যাতে উপ-সহকারী প্রকৌশলী দশম গ্রেডে আবেদন করতে পারে তার ব্যবস্থা করা। 
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করে। এ সময় তারা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস,পরীক্ষা বন্ধ, রাস্তায় অবস্থানসহ ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করবেন। 

্রিন্ট

আরও সংবদ