খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

ভারতের সিনেমা থেকে সরে দাঁড়ালেন ফারিণ

খবর বিনোদন |
০২:৫৫ পি.এম | ১০ সেপ্টেম্বর ২০২৪


কদিন আগেই সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জানিয়েছিলেন টলিউড সুপারস্টার দেবের সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন তিনি। তবে প্রতীক্ষা নামের সে সিনেমাটি করছেন না ফারিণ। সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন ছবি থেকে তার সরে দাঁড়ানোর খবর।

ফারিণ বলেন, ‘নানা অনিশ্চয়তার কারণেই সিনেমাটি থেকে সেরে এসেছি। রোববার রাতে ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিনেমাটিও হচ্ছে না।’

কেন হচ্ছে না— জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা। কারণ, ওই সময় শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে কাজ করা হচ্ছে না।’

এর আগেও টলিউডে কাজ করেছেন ফারিণ। ‘‌আরো এক পৃথিবী’ নামের এক সিনেমায় ফারিণ ছাড়াও দেখা গেছে তাকে। অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্যকে।

্রিন্ট

আরও সংবদ