খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

যৌন হেনস্তার অভিযোগে পরিচালকের নামে মামলা অভিনেত্রীর

খবর বিনোদন |
০৩:৫৭ পি.এম | ১০ সেপ্টেম্বর ২০২৪


যৌন হেনস্তার দায়ে ডিরেক্টর গিল্ড থেকে বরখাস্ত করা হয়েছে টলিউড পরিচালক অরিন্দম শীলকে। এবার তার নামে থানায় হলো মামলা। যে অভিনেত্রীর অভিযোগের অরিন্দম শীলকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে তিনিই গতকাল সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এর আগে মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। সেখানে উল্লেখ করেছিলেন, ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তাকে কোলে বসান পরিচালক। তারপর চুমু খান। এরপরই তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হন।

তবে সেসময় এই অভিযোগ অস্বীকার করেন অরিন্দম। তার দাবি, সেদিনের ঘটনার একাধিক সাক্ষী আছেন। তিনি অভিনেত্রীর সঙ্গে সে রকম কিছুই করেননি। দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায়। যার জন্য তিনি আন্তরিক দুঃখিত।

এবার মামলা প্রসঙ্গে তিনি বলেন, “আইন আইনের পথে চলবে। তার জন্য যা করার করতে হবে। আমি বারবার একটাই কথা বলছি। একটা দৃশ্য অভিনয় করে দেখানোর সময়, আমার শিল্পী যদি অস্বস্তি অনুভব করে থাকেন, তাহলে তখন বলেননি কেন। তবে যদি অস্বস্তি বোধ করে থাকেন, তার জন্য আমি দুঃখিত। পুরো ঘটনাটা অনভিপ্রেত।”

্রিন্ট

আরও সংবদ