খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

খুলনা নিউজপ্রিন্ট মিলের চাকুরিচ্যুত শ্রমিক-কর্মচারিদের জরুরি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৪


খুলনা নিউজপ্রিন্ট মিলের চাকুরিচ্যুত শ্রমিক/কর্মচারী সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত জরুরি সভা গতকাল শনিবার বিকেল ৪টায় নিউজপ্রিন্ট গেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহবায়ক বারেক হাওলাদার। 
সভায় আলোচনায় খুলনা নিউজপ্রিন্ট মিলস’র অবৈধ টেন্ডার বাতিল সংক্রান্ত জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের  নিকট স্মারকলিপি প্রদান করা হয়। যা জেলা প্রশাসকের প্রধান উপদেষ্টা দপ্তর ও বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, শিল্প মন্ত্রণালয় অধীনস্থ বিসিআইসি এখনও পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। যদি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে। 
সভায় আরো উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আবুল কালাম, এস এম রফিকুল ইসলাম, বাবুল মুন্সি, সেলিম চৌধুরী, শেখ আল রুবেল, সুলতান আহম্মেদ, শহিদুল ইসলাম, আফজাল হোসেন, শহিদুল ইসলাম (২), সেকেন্দার আলী, নজরুল ইসলাম, খোকন শেখ, সুমন হাওলাদার, ইউসুফ আলী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ