খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

রোটারি অনলাইন জুম জোনাল ট্রেনিং এ্যাসেম্বলী

খবর বিজ্ঞপ্তি |
০১:১৩ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৪


রোটারি বাংলাদেশ এর  জেলা-৬৪ এর জোন-১, ২, ৪ ও ৫ জোনাল অন লাইন জুম প্লাটফর্ম ট্রেনিং এ্যাসেম্বলী অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত।
এ্যাসেম্বলীর প্রধান অতিথি ও উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট-এর বিশেষ এ্যাডভাইজার (রিপসা) পিডিজি আশিষ ঘোষ। সভাপতিত্ব করেন চীফ কো-অর্ডিনেটর  পিডিজি সৈয়দ ইশতিয়াক আবিদুজ্জামান, বিভিন্ন বিষয়ে ট্রেইনার ছিলেন যথাক্রমে রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট টিআইএম নুরুল কবির, ফরিদুল আলম নিউটন, দাতা মাগফুর, মহিউদ্দিন পলাশ, মাহমুদুল হাসান প্রমুখ।  
জোন-৫ এর খুলনা সেন্টারে উপস্থিত ছিলেন যথাক্রমে রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ আবু সাইদ, ডেপুটি কো-অর্ডিনেটর মোল­া মারুফ রশীদ, কো-কো-অর্ডিনেটর আব্দুল­াহ আল মামুন, ফেরদৌসুর রহমান পিয়াস, শ্যামল রায়, সেলিমুল আজাদ, ওয়াহিদুজ্জামান, একেএম সফিকুল হোসেন  শান্ত, কাজী রাসেল বিভিন্ন ক্লাব প্রেসিডেন্ট যথাক্রমে চৌধুরী এজাজ আহমেদ সুমন, এমডি সফিকুর তুহিন, আলি আহসান, মনিরুজ্জামান রহিম, মোঃ নজরুল ইসলাম, ওয়াকি আহনাফ, ফজলুল হক চৌধুরী, সাইফুল ইসলাম শাওন, আমিনুল হক, ফারহানা বিনতে হাসান কবিতা, রোটারিয়ান রাসেল দেওয়ান, মনিরুল ইসলাম মনিসহ অনেকে নিজ নিজ স্থান থেকে অনলাইনে অংশ গ্রহণ করেন।
রোটারি ক্লাব-এর নিয়মিত কার্যক্রম, মেম্বরশিপ বৃদ্ধি, কমিউনিটি সার্ভিস, পাবলিক ইমেজসহ নানাবিধ বিষয়ে সেশন পরিচালিত হয়।

্রিন্ট

আরও সংবদ