খুলনা | রবিবার | ১৩ অক্টোবর ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১

দৌলতপুরে নাগরিক আন্দোলনের নিয়মিত সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:২২ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৪


নগরীর দৌলতপুর ৫নং ওয়ার্ডস্থ শেখ মতিয়ার রহমান অডিটোরিয়ামে শনিবার বিকেলে নাগরিক আন্দোলন খুলনার উদ্যোগে নিয়মিত সভায় “সুশাসন ও রাষ্ট্র সংস্কারে আমাদের করণীয় শীর্ষক”-আলোচনা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নাগরিক আন্দোলন খুলনার অন্যতম নেতা শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান শেখের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক আন্দোলন খুলনার প্রধান সমন্বয়ক ডাঃ বাহারুল আলম। বিশেষ অতিথি ছিলেন খুমেক হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মঞ্জুর মোর্শেদ, মোঃ লোকমান হাকিম, মোঃ মোমতাজ খান। অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যাপক আহসান হাবিব, বিশিষ্ট সাংবাদিক ও কবি আবু আসলাম বাবু, সাবেক কাউন্সিলর এস এম হুমায়ূন কবির, সামাজিক ব্যক্তিত্ব খান মোঃ জাহাঙ্গীর হোসেন, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, এস এম মাহাবুবুর রহমান খোকন, মোঃ ফরহাদ হোসেন মিটন, শিক্ষক মোঃ হারুন অর রশিদ, শেখ মোস্তাফিজুর রহমান পান্নু, শেখ কাওসার আলী, প্রভাষক শেখ মোঃ মার্শাল হোসেন টিটো, তিলোক গোস্বামী, আশুতোষ সাধু, কালু প্রসাদ সাহা, প্রভাষক মৃত্যুজ্ঞয়, এমডি সাঈদুল ইসলাম, আসিফ হোসেন টনি, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক, মোঃ হাসান, মোঃ বেলায়েত হোসেন, মোঃ আরাফাত হোসেন, মোঃ জুয়েল হাসান, মোঃ সিদ্দিক, মোঃ শহিদ মোড়ল, সমর দাস, ডাঃ কাজী আব্দুল মতিন, জোবায়দা খানম, মোঃ মুজিবর রহমান, শেখ ইমদাদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির্বগ। 
সভায় বক্তারা সুশাসন ও রাষ্ট্র সংস্কারে কি করণীয়, সে বিষয়ে বিভিন্ন নির্দেশনামূলক দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্যে উপস্থাপন করেন।  

্রিন্ট

আরও সংবদ