খুলনা | রবিবার | ১৩ অক্টোবর ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১

তেরখাদায় পাওয়া টাকা চাওয়াকে চাঁদাবাজি হিসেবে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:০৩ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৪


বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভাপতি হাসান আল মামুনের কাছে পাওয়া টাকা চাওয়াকে চাঁদাবাজির বনোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার আপন ভাই মোঃ মোস্তাফিজুর রহমান। রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে ঘৃণ্য এ ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ তার। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমনি অভিযোগ করেছেন তেরখাদার পারোখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ শেখের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আ’লীগ নেতা হাসান আল মামুন জেলা বিএনপি’র কাছে যে চাঁদাবাজির অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে বিএনপি নেতা আজিজুর রহমান গাউসসহ অন্য পাওনাদার জনতা তার ভাই হাসান আল মামুনের কাছে পাওয়া টাকা আদায়ের তাগিদ দিয়েছেন। তেরখাদা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল হোসেন বাবুল মোল­া, সদস্য রবিউল ইসলাম লাকু, মোঃ ফেরদাউস মেম্বরের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। গত ২৯ আগস্ট হাসান আল মামুনকে স্থানীয় জনতা আটকে পাওয়া টাকাই চেয়েছিল মাত্র।
 

্রিন্ট

আরও সংবদ