খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

খুলনায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানসূচি

তথ্য বিবরণী |
০৩:৪৩ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৪


যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে খুলনায় সরকারিভাবে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামীকাল ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ভবন, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল সদর দপ্তর, ইউনিট, ঘাঁটি, জাহাজসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

ঐদিন সুবিধাজনক সময়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ওয়াজ মাহফিল, বেতারের জন্য সেমিনার অনুষ্ঠান ধারণ ও প্রচার, ক্বিরাত মাহফিল, হামদ নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবীতে খুৎবা লেখা প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সকাল ১১টায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শিশু একাডেমিতে ১৬ সেপ্টেম্বর সুবিধাজনক সময়ে শিশুদের জন্য হামদ-নাত, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। বাদজোহর দেশের সকল সামরিক ও বেসরকারি হাসপাতাল, কারাগার, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র, শিশু সদন, বৃদ্ধ নিবাস এবং এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হবে।

খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে সকাল নয়টায় শিক্ষক সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য ইলেক্ট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান প্রচার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ঐদিন জেলায় অন্যান্য অনুষ্ঠান যেমন-যাত্রাপালা, জারিগান, আতশবাজি ইত্যাদি বন্ধ রাখতে হবে।

জাতীয় ও জেলা পর্যায়ের অনুষ্ঠানের সাথে সংগতি রেখে উপজেলা পর্যায়েও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হবে।

্রিন্ট

আরও সংবদ