খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ

কয়রা প্রতিনিধি |
১১:২৭ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৪


সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে কয়রা উপজেলা বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিএনপি’র হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ করে তোলেন। কয়রা উপজেলা বিএনপি’র আহবায়ক এড. মোমরেজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক এম এ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সিনিয়র সদস্য মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু হোসেন বাবু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ তৈয়েবুর রহমান, যুগ্ম-আহবায়ক মোঃ ইনামুল হক সজল, জেলা বিএনপি’র নেতা আনিসুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, আরিফুর রহমান, জেলা যুবদল নেতা মাঃ আব্দুল­াহিল কাফি শখা, মোঃ জাবির আলি, জাহিদুর রহমান শোভন, গোলাম মোস্তফা তুহিন, জেলা মৎস্যজীবী দলের নেতা মোঃ আজিজুর রহমান, কয়রা থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ মনিরুজ্জামান বেল্টু, এম এ হাসান, মোঃ আবু সাঈদ বিশ্বাস, মোঃ কোহিনুর আলম, শেখ সালাউদ্দিন লিটন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ, যুবনেতা আবুল কালাম আজাদ, কয়রা থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ ইছানুর রহমান, মোঃ আকবর হোসেন, ইউনুস আলী, লিটন, আনারুল ডাবলু, মিজানুর রহমান লিটন, মেহেদি হাসান মিলন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ রবিউল ইসলাম, কয়রা থানা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফ বিল­াহ সবুজ ও সদস্য সচিব মাহমুদ হাসান প্রমুখ। 
সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি’র নাম ব্যবহার করে অপকর্মকারীদের কোনো ছাড় নেই। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস বিএনপি’র অভিধানে নেই। এসব আওয়ামী রাজনীতির সংস্কৃতি। আওয়ামী লীগ রাজনৈতিক কালচার ধ্বংস করে গেছে। আওয়ামী লীগ রাজনীতিকে দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, অর্থ উপার্জনের হাতিয়ার করেছে। রাজনীতিকে কলুষমুক্ত করতে বিএনপিকেই নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে।’ সাথে সাথে বিএনপিসহ অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস মূলক কর্মকান্ডে লিপ্ত হলে সাংগঠনিক ভাবে কঠিন শাস্তি দেওয়ার ঘোষণা করেন বক্তারা। আগামী দিনে বিএনপি’র নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বিএনপি সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানান বক্তারা।  

্রিন্ট

আরও সংবদ