খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

কুয়েটে অত্যাধুনিক মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৪


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আধুনিক ও ব্যয়বহুল যন্ত্রপাতি সমৃদ্ধ মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টারের (এমইআরসি)উদ্বোধন করা হয়েছে।    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অধীনে এই রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পশ্চিম পাশে নবনির্মিত রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। 
ভাইস-চ্যান্সেলর বলেন, এ ধরনের অত্যাধুনিক রিসার্চ সেন্টার আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় অত্র বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজিত হলো। কুয়েট যাতে দ্রæত সময়ের মধ্যে বাংলাদেশে এবং বিশ্বের সব থেকে সেরা গবেষণামূলক প্রতিষ্ঠানের একটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেটাই আমাদের প্রধান লক্ষ্য। এসময় তার বক্তব্যে আরো বলেন সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার (এমইআরসি) টি গবেষণা কার্যক্রমের অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে। 
আরও বক্তৃতা করেন অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মোঃ জুলফিকার হোসেন, প্রধান প্রকৌশলী এ.বি.এম. মামুনুর রশীদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, এমইআরসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ আধুনিক এই রিসার্চ সেন্টার ঘুরে দেখেন।

্রিন্ট

আরও সংবদ