খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

বিতর্কিত মন্তব্যের জেরে নার্সিংয়ের মহাপরিচালককে ওএসডি

খবর প্রতিবেদন |
০২:২১ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৪


নার্সদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিরুদ্ধে। সে মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচিও পালিত হয়। অবশেষে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মাকসুরা নূরকে ওএসডি করার কথা জানানো হয়েছে। উপ-সচিব মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এ কে এম আমিরুল ইসলাম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া।

্রিন্ট

আরও সংবদ