খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

মিউটিশন করার নামে প্রতারণা অন্য কাগজে স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক |
০২:৪০ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৪


মিউটিশন করার নামে প্রতারণা করে অন্য কাগজে স্বাক্ষর করে নেয়ার অভিযোগ রয়েছে। হরিণটানা থানার খানজাহান নগর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মোদাচ্ছের আলীর কাছ থেকে স্বাক্ষর করে নেয় তার প্রতিবেশী মোঃ মফিজুল ইসলাম। এ ঘটনায় হরিণটানা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, গত বছর ১৪ সেপ্টেম্বর কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের মফিজুল ইসলামের মাধ্যমে তার ভাইয়ের কাছ থেকে হরিণটানা থানার খানজাহান নগর পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত দুই কাঠা জমি ক্রয় করেন মোদাচ্ছের আলী। এই জমির ওপর একটি দু’তলা পাকা ভবন রয়েছে। জমি মেপে বুঝিয়ে দিবে বলে ওই ভবনে জমির মালিক মোদাচ্ছের আলী সপরিবারে বসবাস করতে থাকেন। পরে জমি বুঝিয়ে না দিয়ে তার জমির কিছু অংশে পাকা ভবন নির্মাণ করা শুরু করেন মফিজুল ইসলাম। এ ঘটনার পর তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৩৪১/২০২৪নং মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট গত ১৬ মে স্থিতিবস্থা বজায় রাখতে ১৪৪/১৫৪ ধারা জারি করেন। ওই জমিতে ৪টি পিলার বিদ্যমান রয়েছে মফিজুল ইসলামের। এক শালিসী বৈঠকের মাধ্যমে স্থানীয় ভাবে ঘটনাটি মীমাংসা হলেও গত ১০ সেপ্টেম্বর দুপুর ২টায় মিউটিশন করার জন্য বাদী মোদাচ্ছের আলীর কাছ থেকে বিবাদী কৌশলে প্রতারণা করে অন্য একটি কাগজে স্বাক্ষর করে নেয়। এদিয়ে যে কোন সময় মোঃ মোদাচ্ছের আলীকে বিপদে ফেলতে পারে মফিজুল ইসলাম। এই ঘটনায় মোঃ মোদাচ্ছের আলী ১১ সেপ্টেম্বর হরিণটানা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
 

্রিন্ট

আরও সংবদ