খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

টানা ২০ দিন পর ডুমুরিয়ায় সড়কে আহত সেনা সদস্যের নিভে গেল জীবনের প্রদীপ

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:৪৬ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৪


ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় সুমন মোড়ল নামের সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। টানা ২০ দিন ঢাকা সেনানিবাসের সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে জীবন প্রদীপ নিভে যায় তার। নিহতের পরিবার ও এলাকায় বইছে শোকের মাতম।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার কাপালিডাঙ্গা এলাকার নাজমুল মোড়লের একমাত্র ছেলে ছুটিতে থাকা সেনা সদস্য সুমন মোড়ল ঘটনার দিন ২৭ আগস্ট দুপুরে নিজ মোটরসাইকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাজারস্থ আওয়ামী লীগের অফিসের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে আসা খুলনাগামী (খুলনা মেট্রো জ ১১-০০৮৩) একটি যাত্রীবাহী বাস তাকে আঘাত করে। চালকের কানে ছিল মোবাইল ফোন, আর বেখেয়ালি ধাক্কায় মোটরসাইকেল আরোহী রক্তাক্ত জখম ছাড়াও ভেঙে তছনছ হয়ে যায় তার মোটরসাইকেলটি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।
 

্রিন্ট

আরও সংবদ