খুলনা | শনিবার | ১২ অক্টোবর ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে খুলনায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

তথ্য বিবরণী |
০২:১৩ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৪


সারাদেশের ন্যায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সোমবার খুলনায় সরকারিভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ভবন, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল সদর দপ্তর, ইউনিট, ঘাঁটি, জাহাজসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, শিশু একাডেমি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন দিবসটি নানান কর্মসূচির মধ্যদিয়ে উদ্যাপন করে। বাদজোহর দেশের সকল সামরিক ও বেসরকারি হাসপাতাল, কারাগার, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র, শিশুসদন, বৃদ্ধনিবাস এবং এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়।
ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ। নব যোগদানকৃত খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ, খুলনা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস, ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুশতাক আহমাদ, সাধারণ সম্পাদক মাওঃ গোলাম কিবরিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রমুখরা বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন তালিমুল মিল­াত রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ।
খুলনা সিটি কর্পোরেশন : দিবসটি উপলক্ষে নগরভবন চত্বরে শিক্ষক সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া আয়োজন করে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুশতাক আহমাদ, সাধারণ সম্পাদক মাওঃ গোলাম কিবরিয়া, কেসিসি’র শিক্ষক সমিতির সভাপতি মাওঃ নাসির উদ্দিন কাসেমী প্রমুখ। অনুষ্ঠানে কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, সচিব সানজিদা বেগম, চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, শিক্ষা ও সাংস্কৃতিক অফিসার এসকেএম তাছাদুজ্জামানসহ কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকার দূর করে হযরত মুহাম্মদ (সাঃ) মানুষকে আলোর পথ দেখান এবং সত্য সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ মোতাবেক চলতে পারলে জীবন হবে উন্নত।
খুলনা বিশ^বিদ্যালয় : দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। মহানবী (সাঃ) এর জীবনীর উলে­খ্যযোগ্য দিক নিয়ে আলোচনা ও পরে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস।  এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ আগত মুসলি­রা উপস্থিত ছিলেন। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে চলতি রবিউল আউয়াল মাসের মধ্যে হামদ্-নাত ও কেরাত প্রতিযোগিতা আয়োজন করা হবে।  
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : দিবসটি উপলক্ষে গত সোমবার বেলা ১১টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আসাদুজ্জামান, বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনিছুর রহমান, আইকিউএসি’র পরিচালক তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।  
শিশু একাডেমি : দিবসটি উপলক্ষে শিশুদের জন্য হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রধান এবং কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সরকারি বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। অতিথিরা বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষার ওপর জোর দিতে হবে। হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ নিজে লালন ও চর্চা করবো। ধর্মীয় ও পার্থিব জীবনে তাঁর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।
ইসলামিক ফাউন্ডেশন : দিবসটি উপলক্ষে ওয়াজ মাহফিল, ক্বিরাত, হামদ নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবিতে খুৎবা লেখা প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করে। বিশ^বিদ্যালয়সহ সকল শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আলোচনা সভা, কেরাত, মিলাদ মাহফিল ও দোয়া এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্থানীয় সংবাদপত্র বিশেষ অনুষ্ঠান প্রচার ও ক্রোড়পত্র প্রকাশ করে। উপজেলা পর্যায়ে অনুরূপভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন করা হয়।
বৃহত্তর আমরা খুলনাবাসী : দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারি জাহান মঞ্জু, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মোঃ আরিফ আহমেদ, মোঃ জিসান রহমান, মোঃ তাহেরুল আলম, মোঃ শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, মোঃ ইকবাল হোসেন তোকা, আ.মান্নান মুন্নাফ, জয়নাল আবেদিন, ডাঃ মোস্তাফিজার রহমান বাচ্চু, মোঃ জাভেদ আক্তার, মোঃ মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।  
সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা ও আঞ্জুমান-এ-পাঞ্জাতানী : দিবসটি উপলক্ষে সোমবার বিশাল আনন্দ মিছিল আয়োজন করা হয়। এ মিছিল যৌথভাবে আয়োজন করেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানী। মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মওলানা ইব্রাহিম ফায়জুল­াহ এবং খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।  মিছিলটি খুলনার রয়েল মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়। শেষের দিকে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও আলোচনা সভা। 
 

্রিন্ট

আরও সংবদ