খুলনা | শনিবার | ১২ অক্টোবর ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১

নগরীতে বিএনপি’র সমাবেশ ঘিরে নেতা-কর্মী ও জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক |
০২:২২ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৪


গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনা মহানগরীতে বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিতে হাজার হাজার নেতা-কর্মী ও জনতা জড়ো হন। খুলনা ও তার আশপাশের উপজেলা থেকে বিএনপি’র ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন।
তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতা-কর্মীরা। শ্লোগানে শ্লোগানে মুখর মহানগরীর শিববাড়ি মোড়ের পুরো এলাকা। মঙ্গলবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রামপাল মোংলা থেকে বিশাল মিছিল সহকারে সমাবেশ অংশ নেওয়া বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান বলেন, বিএনপি’র সমাবেশকে ঘিরে খুলনায় নেতা-কর্মী ও জনতার ঢল নেমেছে। বিএনপি’র নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল­াস করছেন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। ইতোমধ্যে খুলনার সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

্রিন্ট

আরও সংবদ