খুলনা | রবিবার | ১৩ অক্টোবর ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১

মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফে গুলি, বন্দরের কার্যক্রম স্থগিত

খবর প্রতিবেদন |
০৪:৩৮ পি.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৪


টেকনাফে স্থলবন্দর লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে পরপর তিনটি গুলি এসে পড়ে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আপাতত স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে।

জানা যায়, মিয়ানমার সীমান্ত থেকে একটি গুলি স্থলবন্দরের অফিসে এসে পড়লে অফিসের কাচ ভেঙে যায়। দ্বিতীয় গুলি এসে পড়ে স্থলবন্দরের মালামাল বহনকারী ট্রাকে এবং অপরটি নারিকেল গাছে এসে লাগে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও স্থলবন্দরে কর্মরত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সবাই স্থলবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যায়। আপাতত স্থলবন্দরের সব কার্যক্রম স্থগিত রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের সীমান্ত থেকে টেকনাফ স্থলবন্দরে গুলি এসে পড়ছে। তাই স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, মিয়ানমারের ওপারে তোতারদিয়া দ্বীপে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের কারণে গত কয়েকদিন ধরে টেকনাফ স্থলবন্দরসহ সীমান্ত এলাকায় গুলি এসে পড়ছে।

্রিন্ট

আরও সংবদ