খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

ছেড়ে দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম, মাইকিং

রূপসা ঘাট ইজারা নিয়ে কেসিসি ও বিআইডব্লিউটিএ মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক |
০২:০৬ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৪


জনবহুল রূপসা ঘাটের ইজারা নিয়ে খুলনা সিটি কর্পোরেশন ও  বিআইডব্লি¬উটিএ বর্তমানে মুখোমুখি অবস্থানে। সিটি কর্পোরেশন ও রূপসা উপজেলা প্রশাসন দীর্ঘদিন ঘাটটির ইজারার টাকা ভাগ বাটোয়ারা করে নিলেও গত কয়েকদিন আগে ঘাটটি নিজেদের দাবি করে দখল করে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তপক্ষ। তবে বসে নেই সিটি কর্পোরেশন। তারাও ঘাটটি ছেড়ে দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মাইকিংসহ নোটিশ সেটে দিয়েছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার ঘাট এলাকায় সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল।
উলে­খ্য গত ৯ সেপ্টেম্বর রূপসা ঘাটটি স্পট কোটেশনের মাধ্যমে মোঃ শেখ আলী আকবর নামে জনৈক ব্যক্তিকে ইজারা প্রদান করে বিআইডব্লিউটিএ কর্তপক্ষ। বর্তমানে তারই নিয়োজিত লোকেরা ঘাটের টোল আদায় করছে। আলী আকবর শেখের দাবি কর্তৃপক্ষের সকল বিধি-বিধান মেনেই তিনি ঘাটের ইজারা আদায় করছেন। কেসিসি দীর্ঘদিন জোর করে ঘাটটি দখলে রেখেছিল। আমি চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে ঘাটটি ইজারা নিয়েছে। 

্রিন্ট

আরও সংবদ